Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সৃষ্টির একুশ শতক

সদ্য একুশে পা রেখেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘সৃষ্টির একুশ শতক’। একটানা কুড়ি বছর ধরে উত্তরণের পথে এগিয়ে চলা একটি লিটল ম্যাগাজিনের পক্ষে সহজ কথা নয়। সম্প্রতি প্রকাশিত ডিসেম্বর ২০২২ সংখ্যাটিও নিজস্ব চরিত্র গুণমান বজায় রেখে বৈশিষ্টে উজ্জ্বল। শিল্প-সাহিত্য-সংস্কৃতি যে কোনও জগতে বিশিষ্টতাই সমীহ আদায় করে টিকে থাকে। সৃষ্টির একুশ শতকের দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলার কারণ সম্পাদকীয় কলমেই সুস্পষ্ট। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনের দায়িত্ব এবং  সেই প্রেক্ষিতে আমাদের দেশ ভারতবর্ষ আজ কোথায় দাঁড়িয়ে–এই সংখ্যার সম্পাদকীয় বক্তব্য এই বিষয়টিকে ঘিরেই। এছাড়া আছে নানান বিষয়ে সুলিখিত গবেষণাধর্মী একাধিক প্রবন্ধ এবং গদ্যরচনা। কবিতার বিভাগও বেশ সমৃদ্ধ। ভালো লাগলো, নামের চেয়ে লেখার মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই পত্রিকায়। একটি পত্রিকার কাজ শুধু লেখা জোগাড় করে ছাপানো নয়। নতুন লেখকগোষ্ঠী তৈরি করাও বড় কাজ। সেই দায়িত্বও এঁরা যথাযথভাবে পালন করে চলেছেন, পত্রিকার পাতা ওল্টালেই সেটা নজরে আসে। স্বল্প পরিসরে শিল্প-সংস্কৃতি সংবাদও আছে। আর আছে গ্রন্থবীক্ষণ। এই বিভাগে ‘ছাপাখানার গলি’ সংক্রান্ত আলোচনাটি বেশ মনোগ্রাহী। এককথায় ‘সৃষ্টির একুশ শতক’ সংগ্ৰহযোগ্য একটি মাসিক পত্রিকা। মূল্য তিরিশ টাকা।