Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সেকাল ও একালের নারীদের নিয়ে

সাবিত্রীবাঈ ফুলে, রুকমাবাঈ, কাদম্বিনী গাঙ্গুলি, চন্দ্রাবতী বসু, জ্ঞানদানন্দিনী দেবী, যুথিকা রায়, হৈমবতী দেবী প্রমুখ মহিয়সী নারীদের কথা ভুলতে বসেছি আমরা। অথচ ওঁরা ছাড়া আজকের মেয়েদের অগ্রগতির পথটা প্রশস্ত হতো না। ওঁরা অসম্ভবকে সম্ভব করেছেন। দৃষ্টান্ত স্থাপন করেছেন। সময়ের থেকে অনেক এগিয়ে থাকা এইসব নারীরা সমাজের নানান অন্ধ রীতিনীতির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমে জয়ী হয়েছেন। ওঁরাই আমাদের অনুপ্রেরণা। এঁদের নিয়েই তথ্যচিত্র নির্মাণ করছেন বাচিকশিল্পী রমা রায় হালদার। রমার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। সমাজের সাংস্কৃতিক উন্নয়ন এভাবেই সম্ভব। আজকের সময়ে এর গুরুত্ব প্রশ্নাতীত। এরই পাশাপাশি তিনি একালের জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম করে নিয়ে এসেছেন ‘সেকাল ও একালের নারী, প্রেরণা’ শিরোনামের অনুষ্ঠান, তাঁর ‘কবিতায় রমা’ পেজে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দুই বাংলার বিশিষ্ট শিল্পীবৃন্দ। আছেন লন্ডন ও কানাডার শিল্পীরাও। এঁদের মধ্যে উল্লেখযোগ্য রত্না মিত্র, বিজয়লক্ষ্মী বর্মন, শ্রীনন্দা মুখোপাধ্যায়, প্রণতি ঠাকুর, রঞ্জনা সেনগুপ্ত, ডালিয়া আহমেদ, রূপ চক্রবর্তী, বুলবুল মহলনবিশ প্রমুখ।