সেমিনার ও নাট্য কর্মশালা
সম্প্রতি বাগুইহাটির শিবাঙ্গন হলে নাট্য কর্মশালা এবং সেমিনারের আয়োজন করেছিল ‘যোজক’ নাট্যসংস্থা। অনুষ্ঠানের প্রথম পর্বে সেমিনারের বিষয় ছিল ‘আগে জীবিকা, পরে অভিনয়’। এই পক্ষের বক্তা ছিলেন প্রবাদপ্রতিম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। বিপক্ষে বক্তব্য রাখেন সুপরিচিত নাট্যব্যক্তিত্ব সোহিনী সেনগুপ্ত। দুই বক্তাই সুচারু ভঙ্গিতে সযত্নে তাঁদের বক্তব্য পেশ করেন। তাঁদের তথ্যনিষ্ঠ, বাস্তবোচিত মতামত শ্রোতাদের সমৃদ্ধ করে। পাশাপাশি এদিন সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর অভিনয় জীবনের সূচনা থেকে বিভিন্ন পর্যায়ের স্মৃতিচারণা করেন। সোহিনীও জানালেন, নাট্যজগতকে ঘিরে তাঁর অনুভব, উপলব্ধির কথা। অনুষ্ঠানে সুকৃতি লহরীর সঞ্চালনায় ছিল আন্তরিকতার ছোঁয়া, যা সেমিনারটিকে করে তুলেছিল আকর্ষণীয় এবং প্রাণবন্ত।
এদিন দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় নাট্য কর্মশালা। ‘থিয়েটার ও শরীর’–এই বিষয়ে প্রশিক্ষক হিসেবে ক্লাস নেন নাট্যব্যক্তিত্ব অঞ্জন দেব। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই অভিনেতা হয়ে ওঠার গুণ থাকে এবং অভিনয়-শিক্ষার কোনও নির্দিষ্ট বয়স নেই। তাঁর মতে অভিনেতারা শ্বাসবায়ুর সঙ্গে অভিনয় করেন। তবে, অভিনয়ের শুধু টেকনিক শিখলেই হবে না। সেই কৌশল শিখে তাকে বুদ্ধি দিয়ে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে ‘গানে জ্ঞানে শিল্পীর মনুষ্যত্ব’ বিষয়ে প্রশিক্ষণ দেন প্রবীণ সংগীতশিল্পী শুভেন্দু মাইতি। তিনি বলেন, গানের সঙ্গে সহবাস করব বলে আমি জীবনে কিছু হতে চাইনি। গান ছাড়া কিচ্ছু চাইনি আমি। গান বাঁচুক, বাঁচুক পৃথিবী। নিজের জীবনের গল্প বলার পাশাপাশি এদিন তিনি ভাদু ভাওয়াইয়া সহ বেশ কিছু গান পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটির মূল ভাবনা ও পরিচালনায় ছিলেন রজত মল্লিক। মুখ্য উপদেষ্টা প্রখ্যাত অভিনেতা দুলাল লাহিড়ি।