Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

সেমি ফাইনালের প্রস্তুতি

কোয়ার্টার ফাইনালের শেষ রাউন্ড। অতএব হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই। প্রত্যেক প্রতিযোগীই নিজেদের সেরাটা দিয়ে পৌঁছেছে এই পর্যায়ে। এবার সেরার সেরা বেছে নেবার পালা। কে বা কারা হবে সেই সেরা ? এবার সেই লড়াইয়ের আগুন জ্বলে উঠলো বলে। মঞ্চ প্রস্তুত ! প্রস্তুত প্রতিযোগীরাও। কেমন রূপ হবে তাদের ? কতদূর হবে ধামাকা ? দেব, রুক্মিণী ও আরও অনেক তারকা বিচারকের উপস্থিতিতে এই সপ্তাহেই স্থির হয়ে যাবে, কারা পৌঁছবে সেমি ফাইনাল রাউন্ডে ! দেখুন ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’, আগামী শনি ও রবি অর্থাৎ ১০-১১ ডিসেম্বর রাত ৯.৩০ মিনিটে।