সোনালির ব্যবহারে মুগ্ধ মহিমা
“আমি যেন ফোনে তাঁর কথা শুনতে শুনতে শিশুর মতো ঘুমিয়ে পড়েছিলাম”–নিজের অনুভূতি এভাবেই ব্যক্ত করেছেন বলিউডের একদা বহু হিট ছবির নায়িকা মহিমা চৌধুরী। আর তাঁর এই অনুভুতির প্রেক্ষিত মহিমার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে সোনালি বেন্দ্রের টেলিফোনিক বার্তা। সোনালি নিজেও এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। মহিমার অবস্থা সহজেই বুঝতে পারেন তিনি। এমনিতেও সোনালি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে এইসবই শেয়ার করেছেন মহিমা। ওঁর কথায়, আমার জীবনের দীর্ঘতম এই ফোনালাপে সোনালির আশ্বাস, ভরসা আমার শারীরিক কষ্ট যেন অনেকটাই কমিয়ে দিয়েছিল। মহিমা এখন সুস্থ ও ক্যান্সারমুক্ত। কাজেও ফিরছেন তিনি। তবে, সেই কঠিন দিনে সোনালির ব্যবহার ভোলেননি তিনি–ইনস্টাগ্রামে উঠে এলো সেই মধুর তথ্যই।