সোনা নয় হিরের টুকরো
কী বিচিত্র সমাপতন ! একটা আদ্যন্ত সৃজনশীল মানুষ চলে গেলেন। সেখানে তাঁর সৃষ্টি নয়, আলোচনা হচ্ছে রেখে যাওয়া সোনাদানা নিয়ে। সত্যি, পারে বটে মিডিয়া! ঠিকই ধরেছেন বাপ্পি লাহিড়ীর কথাই বলছি। সোনা পরতে ভালোবাসতেন তিনি, একথা সর্বজনবিদিত। এই নিয়ে নির্ভেজাল মজা থেকে ব্যাঙ্গ-বিদ্রুপ–সবই ঘটেছে তাঁকে ঘিরে। তাই বলে এখন, এই চির বিদায়ের ক্ষণেও ? অথচ দেখুন তাঁর সৃষ্ঠির রেকর্ড। অসাধারণ অবদান রেখে গেছেন কলকাতা-মুম্বইয়ের সবার ভালোবাসার বাপ্পিদা। ১৯৮৬ সালে গিনেস বুক অফ রেকর্ডস-এ নাম তোলেন ৩৩টি ছবিতে ১৮০খানার ওপর গান রেকর্ড করে। ‘নমক হালাল’ ছবিতে তাঁর সৃষ্ট ‘পাগ ঘুঙরু’ একটি ১২ মিনিট দীর্ঘ গান। এটাও রেকর্ড। ৫০০’র ওপর ছবিতে ৫০০০-এর ওপর গান কম্পোজ করেছেন তিনি। আরে, এসব নিয়ে আলোচনা করো ! নাকি সোনাদানা !!