Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সোমালির কণ্ঠে ‘ক্ল্যাসিক্যাল ট্রিট’

সোম থেকে শনি-র কর্মব্যস্ততায় যখন আপনি প্রায় জর্জরিত, নিজের জন্য অল্প সময়টুকু বের করতে না পারায়, যখন বিরক্তি চরম পর্যায়ে, মনের মরুভূমিতে অল্প বৃষ্টি পেতে হলে শুনে নিন কিছু ধ্রুপদী গান। ব্যস্ততা কমবে না, তবে স্বস্তি অনিবার্য। গত ১১ই আগস্ট ‘সোমালি মুখার্জি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘ক্ল্যাসিক্যাল ট্রিট’ নামক একটি জুকবক্স। ‘ঘিরি আয়ি হ্যায়’, ‘চৈত মাসে’, ‘সিয়া সঙ ঝুলে’, ‘ব্যয়ঠে শোচে ব্রিজবাম’–এই চারটি গান নিয়েই ‘ক্লাসিক্যাল ট্রিট’। গানগুলি গেয়েছেন সোমালি মুখার্জি নিজেই। ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। অল্প সময়েই কয়েক হাজার মানুষ শুনে ফেলেছেন এই জাদুকরী জুকবক্সটি‌। একই সঙ্গে কমেন্টবক্স প্লাবিত প্রশংসার জোয়ারে।