সৌভাগ্যের অফার ফিরিয়ে যীশু
কার ভাগ্যে কখন শিঁকে ছিঁড়বে, সে শুধু ভাগ্যদেবতাই জানেন। আমাদের যীশু সেনগুপ্তের ক্ষেত্রেও এই ঘটনা ঘটলো। ভাগ্যে শিঁকে ছেঁড়ার কথা ছিল তাঁরই। কিন্তু ভাগ্যদেবতার দেওয়া মুকুট পরলেন ফহদা ফাসিল। কোনও একটি ছবি কতখানি হিট হবে, হিট না ফ্লপ–এসব আগাম বলা যায় না। তবে, দক্ষিণী অ্যাকশন সুপারস্টার আলু অর্জুনের ছবি সচরাচর ফ্লপ করে না। আলুর ‘ পুষ্পা-দ্য রাইজ’-এর বাম্পার হিট হওয়ার খবর আমাদের সকলেরই জানা। এই ছবিরই মুখ্য ভিলেন, পুলিশ ইন্সপেক্টর ভঁওয়র সিং শেখাওয়াতের চরিত্রে অভিনয়ের সূত্রে ফাসিলের নাম এখন লোকের মুখে মুখে। যদিও পরিচালক সুকুমারের প্রথম পছন্দ ছিলেন যীশু। যে কোনও কারণেই হোক যীশু চরিত্রটি করতে না পারায় কপাল খুললো ফহদা ফাসিলের।