Tuesday, May 13, 2025
৫ফোড়ন

স্বস্তিবচনে স্বস্তিকা  

ছবির নাম ‘X=প্রেম’ আর পরিচালককে ভালোবাসা মুখর অভিনন্দন জানাচ্ছেন এক্স প্রেমিকা–এই মধুর ঘটনাটি সম্প্রতি ঘটেছে সৃজিত মুখোপাধ্যায়ের ভাগ্যে। আদতে টলিউডে প্রেম-প্রেমে ভাঙন-প্রাক্তন তকমা–তারপর আবার মাখো মাখো বন্ধুত্ব–এই অতীব আমিষ আবহটি গড়ে তোলার ক্ষেত্রে যাঁরা অগ্রণী, তাঁদের মধ্যে নিঃসন্দেহে প্রবলভাবে পড়েন স্বস্তিকা ও সৃজিত দুজনেই। মজার কথা হলো, সৃজিতের ছবির বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রেখেই যেন স্বস্তিকার এই উচ্ছ্বাস-অভিনন্দন বার্তা কোথাও বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে। নিন্দুকেরা যা-ই বলুক, মোটের ওপর বিষয়টা মন্দ নয়। একদা সঘন প্রেম সৃজিত-স্বস্তিকার প্রেম, তারপর তা ভেঙে যাওয়া–সবই বেজায় আলোচনায় ছিল। দুজনেই পৃথকভাবে অন্যান্য সম্পর্কেও জড়িয়েছেন। তাতে কী ? জীবন অনিত্য। সংসার অনিত্য। প্রেম আর চিরন্তন হয় কোন বিজ্ঞানে ?