স্মরণীয়া বরণীয়া সুপ্রিয়া
গত ২৮ মার্চ ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে আলোচনার বিষয় ছিল প্রয়াত বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী অভিনীত ছবি। ‘স্মরণীয়া বরণীয়া সুপ্রিয়া’ শিরোনামের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আকাশবাণীর উপস্থাপক উমা মৈত্র ও সঙ্গীতশিল্পী শতাব্দী চট্টোপাধ্যায়। উমার সুচারু বিশ্লেষণ ও শতাব্দীর গানে উপভোগ্য ছিল সন্ধ্যাটি। আগামী ৪ এপ্রিল এই অনুষ্ঠানে নতুন পুরোনো সিনেমা ও সাহিত্যের সঙ্গে তার সম্পর্ক বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক, গবেষক, নাট্যবিদ ও সিনেমা বিশেষজ্ঞ ডঃ গৌরাঙ্গ দণ্ডপাট। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার নিবিড় মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।