Monday, February 3, 2025
৫ফোড়ন

স্মৃতিতে ‘খুন ভরি মাঙ্গ’

১৯৮৮ সালের সুপারহিট ছবি ‘খুন ভরি মাঙ্গ’। এই ছবিতে রেখার আইকনিক অভিনয় আজও ভোলেনি হিন্দি ছবির দর্শক। এ ছবিতে রেখা নায়িকা নন, বলা যায় তিনিই ছিলেন নায়ক-নায়িকা সব ! তাঁর বিপরীতে এক ক্রুর ভিলেনের চরিত্রে ছিলেন বলিউডের অলটাইম হ্যান্ডসাম হাঙ্ক কবীর বেদি। ছবি মুক্তির পর কেটে গেছে ৩৫টি বছর। এত বছর পর ‘খুন ভরি মাঙ্গ’-এর সেই স্মৃতি উসকে দিল কবীর ও রেখার একটি ছবি। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওঁদের দুজনের দেখা এবং সঙ্গে সঙ্গেই ফটোগ্রাফারদের ক্লিক। ছবিটি শেয়ার করে কবীর ক্যাপশনে লিখেছেন, “এই হল রেখা। ‘খুন ভরি মাঙ্গ’-এ আমার সহ অভিনেত্রী।” রেখা ও কবীরকে এত বছর পর এক ফ্রেমে দেখাটা নস্টালজিক করে তুলেছে সকলকেই।