Monday, February 3, 2025
৫ফোড়ন

হিট রণবীর সুপার ফ্লপ

তাঁর ছবি মানেই হিট–ইদানীং এটাই অভ্যাস হয়ে গেছিল তাঁর এবং তাঁর ভক্তদের। নাহ, ভুল বললাম। তাঁর ছবির প্রযোজকদেরও এমনটাই অভ্যাসে পরিণত হয়েছিল। সম্ভবত, সেই ধারাবাহিকতার নিরিখেই প্রযোজকরা রণবীর সিং অভিনীত ‘৮৩’-র জন্য বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করেন। এই প্রযোজকদের মধ্যে রণবীরের স্ত্রী দীপিকাও আছেন। আছে রিলায়েন্সের মতো বড় নাম। দীপিকা অভিনয়ও করেছেন এই ছবিতে। শোনা যাচ্ছে, রণবীরের হিট রেকর্ডকে বুড়ো আঙুল দেখিয়েছে বক্স অফিস। এখনও পর্যন্ত যা খবর লাভের অঙ্ক দূর, লগ্নির ধারেকাছেও পৌঁছতে পারেনি এই স্পোর্টস ড্রামার ব্যবসা। গত বছরে মুক্তিপ্রাপ্ত ‘৮৩’ ব্লকবাস্টার হবে, এমনটাই ধারণা ছিল বলিউডের ট্রেড বিশেষজ্ঞদের। পটভূমি ৮৩’র ক্রিকেট বিশ্বকাপ জয়–সেই ঐতিহাসিক সময়কে ধরার ব্যাপারটা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ছিল। সেক্ষেত্রে,  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তী ক্রিকেটর কপিল দেবের চরিত্রে দর্শক রণবীরকে গ্রহণ করেননি না চিত্রনাট্যেই গলদ, সেটা এখনও ঠিক বোঝা যাচ্ছে না। মোদ্দা কথা, দর্শকধন্য না হওয়ার ফলেই ছবির এহেন বাণিজ্যিক বিপর্যয়।