Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

হিট-হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে আগামী শীতেই আসছে ‘মহান’

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। ‘টনিক’, ‘প্রজাপতি’-র পর  এবার ‘মহান’! এ ছবি দেবকে কী হিট-হ্যাটট্রিক দিতে পারবে ? লিখেছেন চন্দন রায়

দেব অভিনীত হিট ছবির হ্যাটট্রিক কি হতে চলেছে? বোঝা যাবে এই বছরের শেষে, শীতের ছুটিতে! আসলে একটা জনপ্রিয় টিম তৈরি হয়েছে বিগত দু-বছর ধরে। প্রযোজক অতনু রায়চৌধুরী, পরিচালক অভিজিৎ সেন এবং অভিনেতা ও প্রযোজক দেব! ২০২১-এ কোভিড পরবর্তী বাংলা সিনেমার বাজারে দর্শকদের আবার হলমুখী করেছিল এই টিম নির্মিত ‘টনিক’! দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অভিনয়ে সমৃদ্ধ ছবিটি সত্যিই টনিকের কাজ করেছিল দর্শকমহলে! হাসি, মজা ও পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত ছবিটি দর্শকদের একটা টাটকা বাতাস এনে দিয়েছিল বলা যায়।

Img 20230719 Wa0046
হিট-হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে আগামী শীতেই আসছে ‘মহান’ 6

সেই ধারা বজায় রেখেই ২০২২-এর শীতের ছুটিতে এই টিম নিয়ে এল ‘প্রজাপতি’! প্রায় একই ধরনের প্রেক্ষাপটে বোনা আরেকটি নতুন গল্প, যেখানে মিঠুন চক্রবর্তী-র মতো মেগাস্টার তথা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতাকে পাওয়া গেল অন্যরকম এক চরিত্রে। বিশেষত দেবের সঙ্গে মিঠুনের সিনেমার পর্দায়  বাবা-ছেলের সম্পর্কের রসায়ন, বাঙালি দর্শক চেটেপুটে উপভোগ করলেন। মোদ্দা কথা, এই ছবিও বেশ বড় হিট দিল বাংলা বাজারে।

দর্শকের প্রত্যাশার পারদ বাড়িয়ে চলতি বছর, অর্থাৎ, ২০২৩-এর শীতের ছুটিতে এই টিম আনতে চলেছে তাদের নতুন ছবি ‘মহান’! কাহিনির ব্যাপারে এখনও কিছু  জানতে পারা যায়নি। এবারে আবার ‘টনিক’ জুটি। কেন্দ্রীয় চরিত্রে ফিরিয়ে আনা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ! সঙ্গে দেব তো বটেই ! ছবির নাম শুনে অনেক রকম ভাবনা নিশ্চয়ই আপনাদের মাথায় খেলা করতে শুরু করে দিয়েছে? ভাবছেন এবার কি বাবা এবং ছেলের ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেবকে? আগামী ডিসেম্বরে বোঝা যাবে, শেষপর্যন্ত আপনাদের ভাবনা মেলে কিনা!

Img 20230719 Wa0047
হিট-হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে আগামী শীতেই আসছে ‘মহান’ 7

তবে, এবারও মনে হচ্ছে, পারিবারিক আবহে হাসি-মজার ছলে সামাজিক বার্তাই দিতে চাইছেন পরিচালক অভিজিৎ সেন ! আরেকটি ফর্মুলাও প্রযোজক অতনু রায়চৌধুরী ব্যবহার করছেন, তাঁদের কম্বিনেশনে! দেখা যাচ্ছে তাঁরা বেছে বেছে বাংলা জনপ্রিয় টিভি ধারাবাহিকের অভিনেত্রীদের বড়পর্দায় নায়িকা হিসেবে তুলে ধরছেন! যেমন ‘প্রজাপতি’-তে দেবের বিপরীতে নায়িকারূপে নিয়েছিলেন ছোটপর্দার নামী অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ‘মহান’-এর জন্য অতনু নির্বাচন করেছেন বাংলা টিভির হিট ধারাবাহিক ‘মিঠাই’-এর মিঠাই অর্থাৎ সৌমিতৃষা কুন্ডুকে!

বলা বাহুল্য, সৌমিতৃষা নিজে খুবই উত্তেজিত এই হিট টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। বিশেষত, ‘মিঠাই’ শেষ হওয়ার পর তিনি আর ছোটপর্দার নতুন কোনও ধারাবাহিকে কাজ করতে চাইছিলেন না। তাঁর ইচ্ছে ছিল বড়পর্দায় অভিনয় শুরু করার। বেশকিছু প্রস্তাব আগেই তার কাছে এসেছিল। কিন্ত অতনু রায়চৌধুরীর কাছ থেকে প্রস্তাব পেয়ে, তিনি এই জনপ্রিয় টিমের সঙ্গেই কাজ করতে রাজি হয়ে যান। বিপরীতে দেবের মতো সুপারস্টারকে পাওয়াটাও সৌমিতৃষার কাছে চ্যালেঞ্জিং! অন্যদিকে আবার  অভিজিৎ সেন তার অন্যতম প্রিয় পরিচালকও! এমন  যোগসূত্র তিনি কোনওভাবেই মিস করতে চাননি!

Img 20230719 Wa0049
হিট-হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে আগামী শীতেই আসছে ‘মহান’ 8

শ্বেতা বা সৌমিতৃষার মতো ছোটপর্দার জনপ্রিয় শিল্পীদের কেন কাস্ট করা হচ্ছে এই ধরণের মেগা প্রজেক্টে? এর জবাব হলো–অতনু রায়চৌধুরী প্রযোজক হিসেবে বরাবরই নতুনদের সুযোগ দেওয়ার পক্ষপাতী। পরিচালক অভিজিৎ সেনেরও এ ব্যাপারে  কোনও ছুঁতমার্গ নেই! তবে, বাণিজ্যিক দিক থেকে ভাবলে মনে হতেই পারে, ছোটপর্দার একজন জনপ্রিয় শিল্পীকে কেন্দ্রীয় নারী চরিত্রে রাখলে টিভির নিবেদিতপ্রাণ দর্শক–মানে, বাড়ির মা, কাকিমা, মাসিমাদেরও হয়তো সিনেমাহলে টেনে আনা যাবে। এমনিতে এই শ্রেণীর দর্শক আজকাল বাণিজ্যিক ফর্মুলা ছবি বা আঁতেল বাংলা ছবি দেখতে আর সিনেমা হলে আসেন না। তাঁরা তাঁদের মনের খোরাক খুঁজে পান ছোটপর্দার ধারাবাহিকেই!

আসলে প্রযোজক হিসেবে অতনু রায়চৌধুরী দীর্ঘদিন  নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে উইন্ডোজ-এর একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনায় যুক্ত থেকেছেন। উইন্ডোজের ক্ষেত্রেও বেশিরভাগ ছবিই এই ধরণের পারিবারিক প্রেক্ষাপটে হাসি-মজা-আবেগের মিশ্রণে একটি সামাজিক বার্তা দিয়ে থাকে। উইন্ডোজ থেকে সরে আসার পর প্রযোজক হিসেবে অতনু রায়চৌধুরী সেই ফর্মুলাটাকেই বজায় রাখতে চাইছেন নতুনভাবে। সেখানে ছোটপর্দার ঘরোয়া দর্শকরা খুবই গুরুত্বপূর্ণ! তাঁদের সিনেমাহলে টেনে আনতে ছোটপর্দার জনপ্রিয় শিল্পীকেই টিমে নিয়ে এসে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করানোর এই মাস্টার স্ট্রোকটা সফলভাবে খেলে যাচ্ছেন অতনু রায়চৌধুরী! ব্যাপারটা সত্যিই তারিফযোগ্য।

Img 20230719 Wa0050
হিট-হ্যাটট্রিকের সম্ভাবনা নিয়ে আগামী শীতেই আসছে ‘মহান’ 9

এর পাশাপাশি পরিচালক অভিজিৎ সেনের কথাও উল্লেখ করতেই হবে। এমনিতে তিনি একটু বিনীতভাবে নেপথ্যে থাকতে ভালোবাসেন। কিন্তু এটা জেনে রাখা ভালো যে তিনি কিন্তু বলিউডের অন্যতম এক সফল পরিচালকের টিমে সহকারী হিসেবে কাজ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জীবনে! সেই পরিচালক হলেন ‘মুন্নাভাই’ সিরিজ ও ‘থ্রি ইডিয়টস’ খ্যাত রাজকুমার হিরানি। হাসি-মজার ছলে সাধারণ মানুষের জীবনমুখী ও সামাজিক বার্তাবাহী গল্প বলার কায়দায় বলিউডে তিনি একজন পথপ্রদর্শক। তাঁর টিমে কাজ করে আসা অভিজিৎ সেন তাই ভালো ভাবেই জানেন, কীভাবে সহজ কথায় সামাজিক বার্তাবাহী গল্প বলা যায়–তাও আবার পারিবারিক আবহে!

সব মিলিয়ে, এই অনবদ্য জোট বা কম্বিনেশনের নতুন ছবি নিয়ে দর্শকমহলে প্রত্যাশা তুঙ্গে থাকাটাই স্বাভাবিক! বিশেষত, বিগত দু-বছরে যথাক্রমে ‘টনিক’ এবং ‘প্রজাপতি’ দেখে নেওয়ার পর তাঁদের ‘মহান’ নিয়ে হাইপ ঊর্দ্ধমুখী! এখন দেখার এটাই, আগামী শীতের ছুটিতে এদের নতুন ছবি ‘মহান’একইরকমভাবে বাঙালি দর্শকদের বিনোদিত করে, হিট ছবির হ্যাটট্রিক করতে পারে কিনা! দর্শক সিটবেল্ট বেঁধে তৈরি থাকুন !