Monday, February 3, 2025
৫ফোড়ন

হেনস্থার শিকার রহমান

স্বয়ং এ আর রহমানকে স্টেজ থেকে নামিয়ে দিল পুনের পুলিশ। চমকে দেওয়ার মতো ঘটনাই বটে ! ভারতীয় সিনেমা ও সমসাময়িক গানের এই আইকনের সঙ্গে আইন রক্ষকদের এহেন ব্যবহারে যথার্থই স্তম্ভিত দেশবাসী। রহমান নিজেই এই বিষয়ে তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে শো চলাকালীন একজন পুলিশ একেবারে মঞ্চে উঠে গিয়ে তাঁকে অনুষ্ঠান বন্ধ করতে বলছেন। মঞ্চে তখন চলছে রহমানের অলটাইম হিট ‘ছাইয়া ছাইয়া…’! পুলিশ প্রবর কোনও কিছুর তোয়াক্কা না করে, তাঁর নিজের হাতের ঘড়িটির প্রতি দিক নির্দেশ করে (ঘড়ির কাঁটা তখন রাত দশটার ঘরে), একবার মঞ্চ প্রদক্ষিণ করে নেমে যান। নাহ, রহমানের প্রতি এতটুকু সৌজন্য প্রদর্শন দেখানোর জন্যও সময় নষ্ট করেননি আইনের এই রক্ষক মহাশয়। এমনকী, ‘এটাই তাঁর শেষ গান, এরপরই নেমে যাবেন তিনি’–এ জাতীয় অনুরোধেও কর্ণপাত করেননি। আইন নিশ্চয়ই তার নিজের নিয়মেই চলবে। তবে, সব কিছুরই ব্যতিক্রম আছে। রহমান গানটি শেষ করেই নেমে যেতে চেয়েছিলেন মঞ্চ থেকে। এটুকু ছাড় নিশ্চয়ই প্রাপ্য ছিল দেশকে অস্কার এনে দেওয়া মানুষটির !