Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

৭১-এর ঐতিহাসিক পাক-ভারত যুদ্ধে জীবন্ত ফিল্ড মার্শাল মানেকশ

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। মেঘনা গুলজারের ‘স্যাম বাহাদুর’-কে কেন্দ্র করে আর একবার পর্দায় সগৌরবে ভারতীয় সেনাবাহিনীতে ভিকি কৌশল। লিখেছেন অজন্তা সিনহা

বলিউডের বিখ্যাত স্টান্টম্যান শ্যাম কৌশলের টল-ডার্ক-হ্যান্ডসাম ছেলেটিকে শুরুতে বি টাউনের লোকজন যে তেমন গুরুত্ব দেয়নি, সেটা তাদের ভাবনার সীমাবদ্ধতা এবং অদূরদর্শিতা। যদিও তাঁর ডেবিউ ছবি সমীর শর্মা পরিচালিত ‘লাভ শুভ তে চিকেন খুরানা’-তেই ভিকি কৌশল বুঝিয়ে দেন, তিনি লম্বা রেসের ঘোড়া। ওই বছরই অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এ সহ পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। প্রতিভা, মেধা, দক্ষতার ক্ষেত্রে যে তাঁর সময়ের অনেকের থেকেই এগিয়ে তিনি, এ ঘটনা ছিল তার উৎকৃষ্ট প্রমাণ।

এরপর একই বছরে ‘বম্বে ভেলভেট’ ও ‘মশান’। আর ‘মশান’ থেকেই অভিনেতা ভিকির জয়যাত্রা শুরু। শুধু দেশ জোড়া হিন্দি ছবির দর্শক নয়, ‘মশান’ স্বীকৃত হয় আন্তর্জাতিক স্তরেও। পরের দুটি ছবি ‘জুবান’ ও ‘রামন রাঘব’ প্রথমটি মিউজিক্যাল ড্রামা, যার মধ্যে আবার রয়েছে মনস্তাত্বিক টানাপোড়েন, পরেরটি অনুরাগ কাশ্যপের নিও নয়ার সাইকোলজিক্যাল থ্রিলার। দুটি ছবিই যথেষ্ট আলোচিত। দ্বিতীয় ছবিটিতে ভিকি কৌশল কাজ করেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো বিরাট মাপের অভিনেতার পাশাপাশি এবং দর্শক ও সমালোচকদের নজর কেড়ে নিতে সক্ষম হন।

আর পিছন ফিরে তাকানো নয়। ২০১৮-য় মুক্তিপ্রাপ্ত ‘রাজি’ ছবিতে সমগ্র উপমহাদেশের দর্শকের দিল জিতে নিলেন ভিকি। একই বছরে ‘লাস্ট স্টোরিজ’, ‘সঞ্জু’ ও ‘মনমর্জিয়া’। ‘লাস্ট স্টোরিজ’-এ করণ জোহর পরিচালিত অংশে ছিলেন ভিকি, অর্থাৎ, তথাকথিত মশালা ছবির পরিচালকরাও তাঁকে অগ্রাহ্য করতে পারছে না। ‘সঞ্জু’ নিতান্তই রণবীর কাপুরের ছবি, সেখানেও রীতিমতো দৃষ্টি আকর্ষণ করেন ভিকি কৌশল। তৃতীয়টি অনুরাগ কাশ্যপের ছবি। দেখা যাচ্ছে অনুরাগের মতো ক্ষমতাশালী ও সমান্তরাল ছবির পরিচালক বারবার নিজের ছবিতে ভিকিকে সুযোগ দিচ্ছেন, নিঃসন্দেহে যোগ্যতার কারণেই।

Images 143
৭১-এর ঐতিহাসিক পাক-ভারত যুদ্ধে জীবন্ত ফিল্ড মার্শাল মানেকশ 8

২০১৯-এ ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ও ২০২১-এ ‘সর্দার উধম সিং’ ছবি দুটি মুক্তির পর থেকেই  ভিকি কৌশলের অভিনয়ের অভিমুখে আর একটু বদল ঘটল। মুক্তি প্রতীক্ষিত ‘স্যাম বাহাদুর’ এই ধারারই ছবি বলা যায়। দেশবাসীর পরম শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব, একজন রণনায়ক, দেশের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র ওপর আধারিত এই ছবিতে মানেকশ’র ভূমিকাতেই অভিনয় করেছেন ভিকি। স্যাম মানেকশ’র চার দশকের ঘটনাবহুল আর্মি কেরিয়ার, যেখানে ঘটেছে পাঁচ পাঁচটি যুদ্ধ–গল্প পল্লবিত সেই অনুষঙ্গেই। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে মানেকশ’র নেতৃত্বে ভারতীয় সেনার গৌরবজনক জয়লাভের পরই তাঁকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়। অন্যদিকে এই যুদ্ধের ফলস্বরূপই জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। সেই দিক থেকে ‘স্যাম বাহাদুর’ যে এক ঐতিহাসিক সময়কে ধরবে, সে কথা আগাম বলে দেওয়া যায়।

বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম সেরা ও প্রতিভাবান পরিচালক মেঘনা গুলজার এ ছবি পরিচালনা করেছেন। ফলে ‘স্যাম বাহাদুর’ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এই ছবিতে আছেন মনোজ বাজপেয়ীর মতো বলিউডের প্রথম সারির একজন অভিনেতা।  আছেন সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ। সানিয়া মানেকশ’র স্ত্রী সিল্লুর ভূমিকায় অভিনয় করছেন। ফতিমার চরিত্রটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। তিনি এ ছবিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অবতীর্ণ। আছেন নীরজ কবির মতো শক্তিশালী অভিনেতা। এছাড়াও অভিনয় করেছেন সাকিব আয়ুব, আমেরিকান অভিনেতা এডওয়ার্ড সন্নেনব্লিক (লর্ড মাউন্টব্যাটেন) প্রমুখ। এঁরা প্রত্যেকেই বলিউডের মানচিত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তাই সব মিলিয়েই এ ছবি আলোচনায়।

Images 133
৭১-এর ঐতিহাসিক পাক-ভারত যুদ্ধে জীবন্ত ফিল্ড মার্শাল মানেকশ 9

ছবির প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ‘স্যাম বাহাদুর’ তাঁর প্রযোজনা সংস্থার সাফল্যের রেকর্ডে নতুন মাত্রা যে যোগ করবে, তাতে সন্দেহের অবকাশ নেই। ছবিতে অভিনয় প্রসঙ্গে, তাঁকে এমন একটি চরিত্রে সুযোগ দেওয়ার জন্য মেঘনা গুলজারকে বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন ভিকি। একজন কিংবদন্তী তুল্য মানুষের ভূমিকায় নিজের অভিনয় ক্ষমতা দেখাবার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। ধন্যবাদ জানিয়েছেন ছবির অন্যান্য অভিনেতা ও ক্রু টিমকে। তাঁর কথায়, সকলের সহযোগিতা ছাড়া এমন একটি চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলা অসম্ভব ছিল। এ ছবিতে অভিনয়কে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী, প্রয়াত ফিল্ড মার্শাল স্যাম এইচ এফ জে মানেকশ স্বয়ং ও তাঁর পরিবারের প্রতি নিজের অকুণ্ঠ শ্রদ্ধা জানিয়েছেন ভিকি। আগামী ১লা ডিসেম্বর মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’। ভিকির কেরিয়ারে এ ছবি নতুন কোন রঙ যোগ করে, সেটা দেখার অপেক্ষায় তাঁর অগণিত ভক্তকুল।