ওটিটি প্ল্যাটফর্মে মিঠুন
এবার ওয়েব দুনিয়ায় বড় ঘটনা ঘটতে চলেছে মিঠুন চক্রবর্তীকে ঘিরে। লোকজন যখনই ভাবতে শুরু করে, এই মানুষটার কেরিয়ার এবার শেষ। তখনই পূর্ণ উদ্যমে ময়দানে ফিরে আসেন এই পাকা খেলোয়াড়। ওয়েব সিরিজ ‘বেস্টসেলার’-এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মিঠুন। এটি একটি মনস্তাত্বিক থ্রিলার। একজন লেখককে ঘিরে পল্লবিত গল্প। লিখেছেন অন্বিতা দত্ত। প্রচুর সিনেমার সফল এই চিত্রনাট্য লেখক ইতিমধ্যেই নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘বুলবুল’ লিখে সাড়া ফেলে দিয়েছেন। সিরিজ পরিচালনা করছেন মুকুল অভয়ঙ্কর। সম্প্রতি পোস্টার মুক্তি পেয়েছে ‘বেস্টসেলার’-এর। আমাজন প্রাইমে ‘বেস্টসেলার’ দেখানো হবে ১৮ ফেব্রুয়ারি থেকে। মিঠুনের সঙ্গে আছেন শ্রুতি হাসান, সোনালি কুলকার্নি, সত্যজিৎ দুবে, অর্জন বাজোয়া, গওহর খান প্রমুখ।