অজয়ের প্রশংসায় প্রিয়ামণি
বলিউডের একজন ভিন্নধারার অভিনেতা তিনি। অ্যাকশন, কমেডি থেকে জটিল মানবচরিত্র–অজয় দেবগণের অভিনয় বরাবর বিচিত্রগামী। বলিউড তাঁর ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছে ইতিমধ্যেই। এছাড়াও তাঁর সঙ্গে কাজ করা সর্বভারতীয় ও দক্ষিণী তারকারা অজয়ের দুরন্ত অভিনয়গুণের ভক্ত। সিংহম-এ তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল–যথেষ্ট প্রশংসা করেন তিনি অজয়ের। এবার আর এক দক্ষিণী নায়িকা, দ্য ফ্যামিলি ম্যান সিরিজ খ্যাত প্রিয়ামণি! অজয়ের সঙ্গে ‘ময়দান’-এ অভিনয় প্রসঙ্গে একেবারে উচ্ছ্বসিত তিনি। একটি নিউজ পোর্টাল কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন,”চোখদুটো দেখেছেন অজয়ের ? কী অসম্ভব গভীর ও তীব্র দৃষ্টি !” মাত্র ১০/১২ দিন অভিনয় করেই অজয়ের প্রবল গুণমুগ্ধ এই জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। বলেছেন, “অনেক কিছু শিখলাম অজয়ের কাছে। একজন অত্যন্ত নিখুঁত ও শক্তিশালী অভিনেতা তিনি।”