Monday, February 3, 2025
ওয়েব-Wave

ওয়েবদুনিয়ায় কৌশিকের প্র্যাঙ্ক

মন্দিরা পান্ডা

বন্ধুবান্ধবদের সঙ্গে সুযোগ পেলেই প্র্যাঙ্ক করা জেন ওয়াইয়ের ধর্ম। এটা সব যুগেই আছে। জেন ওয়াইয়ের প্রতিনিধি এমনই চার সদস্য রুবেন, ভিকি, শিরিন আর আরুর টিম ‘প্র্যাঙ্কেনস্টাইন’। বেপরোয়া ‘প্র্যাঙ্ক’ ভিডিও তৈরি করে তাদের আজ দেশ জোড়া নামডাক। ভাইরাল এই গ্রুপের দখলে বর্তমানে সিলভার এবং গোল্ড প্লে বাটন। সম্প্রতি তাতে জুড়ে যায় আর একটি নতুন পালক। ইউটিউব ফ্যানফেস্টে আমন্ত্রিত হয় তারা, যা চলতি বছরে মুম্বই শহরে হতে চলেছে।

রাতভর সেলিব্রেশনের জন্য তারা বেছে নেয় কলকাতার উপকন্ঠে এক শতাধিক প্রাচীন রাজবাড়ি। উষ্ণ পানীয়ের রসদে টান পড়ায় দলের দুই পুরুষ সদস্য রাজবাড়ির বাইরে বের হয়। রাজবাড়িতে থেকে যায় শিরিন এবং আরু। ফিরে এসে ঘরে ঢুকে ভিতরের দৃশ্য দেখে শিহরিত হয় ভিকি আর রুবেন। শিরিন আর আরু ঘরের এক কোণে বসে রয়েছে। তাদের মুখ ভয়ে ফ্যাকাশে। অনতিদূরে চেয়ারে এক আগন্তুক–বয়সে প্রৌঢ়। দেখতে নিতান্তই ছাপোষা নিরীহ মধ্যবিত্ত বাঙালি। যদিও হাতে তার উদ্যত নাইনএমএম পিস্তল।

71694F2C3Fb6F5E45D6539Dc60F2Fb04 Original 2

পিস্তল হাতে এমন এক প্রৌঢ়ের অযাচিত আগমনে প্র্যাঙ্কস্টাররা নিজেরাই যেন প্র্যাঙ্কের শিকার। প্রৌঢ় দাবি করেন, তিনি এই প্র্যাঙ্কস্টার দলের একজন একনিষ্ঠ ভক্ত এবং তাদের সামনে রাখেন একটি অদ্ভুত প্রস্তাব। তাঁর পরিকল্পনা মাফিক একটি প্র্যাঙ্ক সেই রাতেই তাদের ঘটাতে হবে। তবেই মিলবে মুক্তি। নচেৎ অঘটন অবশ্যম্ভাবী। তখনও হাতে তার উদ্যত আগ্নেয়াস্ত্র। অতএব, উপায় না দেখে রুবেন, শিরিন এবং ভিকি বেরিয়ে পড়ে প্রৌঢ়র ইচ্ছাপূরণে। আরু জামিন হিসেবে বন্দি থেকে যায় প্রৌঢ়র হাতে ওই প্রাচীন ও রহস্যঘন রাজবাড়িতে।

কিন্তু বিধি বাম। প্রৌঢ়র নির্দেশে প্র্যাঙ্ক করতে গিয়ে ঘটে যায় এক নিষ্পাপ মানুষের মৃত্যু। আতঙ্কের পরের ধাপে শিউরে ওঠে প্র্যাঙ্কস্টাররা। প্রৌঢ়র ল্যাপটপে তাদের খানিক আগে করা অনিচ্ছাকৃত খুনের ছবি! কোন রহস্যের জালে আটক তারা? প্রৌঢ়ের দাবি একটি যে কোনও অঘটনের বিনিময়ে সফল প্র্যাঙ্ক না করে তাদের মুক্তি নেই। অগত্যা তারা ফের বেরিয়ে পড়ে তাদের দ্বিতীয় প্র্যাঙ্কের লক্ষ্যে। কিন্তু ভাগ্য এবারও বিরূপ। ঘটে যায় আরও একটি অনিচ্ছাকৃত মৃত্যু। এ ঘটনারও সাক্ষী থাকে সেই ল্যাপটপ।

Images 10

পর পর দুটি মৃত্যু ঘটিয়ে ফেলার পর, প্রৌঢ় তাদেরকে আরও এক ভয়ানক প্র্যাঙ্কের দিকে এগিয়ে দেয়। যা সরাসরি তাদের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে। তারা কি মুক্তি পাবে এই রহস্যময় উন্মাদ প্রৌঢ়র হাত থেকে ? এমনই ভিন্নস্বাদের টানটান রহস্যের কাহিনী নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এর জন্য তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘প্র্যাঙ্কেনস্টাইন’। মিল্কিওয়ের ব্যানারে তৈরি এই সিরিজের পরিচালক সাগ্নিক চট্টোপাধ্যায়। বেশ অভিনব ও আকর্ষণীয় এই প্র্যাঙ্ক কাহিনীর নাম ‘প্র্যাঙ্কেনস্টাইন’ রাখার পিছনে সেই উন্মাদ বিজ্ঞানী ফ্রাঙ্কেনস্টাইনের কান্ডকারখানা আছে, বোঝাই যায়। নিজেরই তৈরি এক ‘প্রাণ’ সৃষ্টির পর কী অভিজ্ঞতা হয় তার, সে গল্প সকলেরই জানা। এখানে সাগ্নিক বিষয়টাকে কীভাবে আনেন, সেটা দেখার টানটান প্রত্যাশায় বাংলার ওটিটি দর্শক।

তারমধ্যে শুধু বিষয়গত দিক থেকেই নয়, এই ওয়েব সিরিজে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন এ যুগের ‘ডিরেক্টর্স অ্যাক্টর’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ও টলিউডের অত্যন্ত শক্তিশালী অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালনার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি ‘বাস্তুশাপ’, ‘শঙ্কর মুদি’, ‘বিসর্জন’, ‘তারিখ’, ‘বিজয়া’, ‘দৃষ্টিকোণ’, ‘কেদারা’ সহ আরও একাধিক ছবিতে অভিনয় করে নিজের প্রতিভার ব্যাপ্তি প্রমান করেছেন তিনি। এবার তাঁর ওয়েব দুনিয়ায় প্রবেশ। নিঃসন্দেহে বাংলার বিনোদনপ্রেমী দর্শকের জন্য এটা দারুণ এক খবর। তারা অপেক্ষায়, পর্দায় কেমন করে একই সঙ্গে বাজারের থলে ও নাইনএমএম পিস্তল সামলান তিনি, তা দেখার।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি সিরিজে রয়েছেন দীপ দে, শ্রীতমা দে, ঈপ্সিতা কুন্ডু, রেমো, ভাস্কর দত্ত, রোহিনী চ্যাটার্জী, সোমনাথ ভট্টাচার্য, প্রিয়দর্শিনী দাশগুপ্ত, অয়ন্তিকা পাল সহ অন্যান্যরা। সাগ্নিক পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন। চিত্রগ্রহণ অরিন্দম ভট্টাচার্য। শব্দ বিন্যাস এবং সঙ্গীত পরিচালনা রাজদীপ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘টিকটিকি’ ওয়েব সিরিজে ‘সত্যসিন্ধু চৌধুরী নামের এক চরিত্রেও অভিনয় করেছেন কৌশিক। তবে, ‘টিকটিকি’-র আগেই মুক্তি পাওয়ার কথা ‘প্র্যাঙ্কেনস্টাইন’-এর।