দান্ডেকর-আখতার
ফারহান আখতারকে বিয়ে করার সঙ্গে সঙ্গেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পদবী বদলে দিলেন শিবানী–হয়ে গেলেন দান্ডেকর আখতার। গায়িকা হিসেবে যথেষ্ট সফল শিবানীর দ্রুত স্বামীর পরিচয়ে পরিচিত হওয়ার এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এটা কী নিছক ভালোবাসা নাকি আনুগত্য প্রকাশ! ফারহান আখতারের প্রথম স্ত্রী অধুনা ভবানী–একজন নামী ইংলিশ হেয়ার স্টাইলিশ ও টিএলসি-র একটি শোয়ের কো-হোস্ট। ‘দিল চাহাতা হ্যায়’ ছবি তৈরির সময় ফারহানের সঙ্গে অধুনার পরিচয়। তিন বছর ডেটিংয়ের পর বিয়ে এবং ষোল বছর পর তাঁদের বিবাহিত জীবনে ইতি। ফারহানের বহু আলোচিত ‘রক অন’ ছবিতে হিন্দি টেলিভিশনের তারকা অভিনেত্রী প্রাচী দেশাইয়ের সিনেমা ডেবিউ। তারপর থেকেই প্রাচীর সঙ্গে ফারহানের নাম জড়িয়ে উদ্দাম বলিউডের গসিপ কলম লিখিয়েরা। প্রাচীকেই বিয়ে করবেন ফারহান, এমনই শোনা গেছিল। শেষ পর্যন্ত শিবানী। ওঁদের বিয়েটা খুবই ধুমধাম করে হয়েছে। তবু, কোথাও কী নিরাপত্তা বোধের অভাব কাজ করছে শিবানীর মধ্যে ?!