Monday, February 3, 2025
৫ফোড়ন

কপিল বনাম কাশ্মীর ফাইল

বেশ জমে উঠেছে কপিল বনাম কাশ্মীর ফাইল যুদ্ধ। এই মুহূর্তে নিজের কাজে ও পেশায় কপিল শর্মা এমন এক বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করেছেন, যে, সেখান থেকে তাঁকে টলানো মুশকিল। এযাবৎকাল তাঁর জনপ্রিয় শো-তে আর যাই হোক লবিবাজির দৃষ্টান্ত কেউ দেখেনি। ছবি, সিরিয়াল, ইদানিং ওয়েবসিরিজ থেকে শুরু করে বই বা গানের এলবাম প্রকাশের আগেও লোকজন এসেছে তাঁর শোয়ে, প্রমোশনের উদ্দেশ্যে। হঠাৎ করে কোন ছুতোয় ‘দ্য কাশ্মীর ফাইল’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী কপিলকে অভিযুক্ত করলেন যে এই ছবিতে কোনও স্টার নেই–তাই কপিল তাঁদের আমন্ত্রণ জানাননি। কথাটা সর্বৈব মিথ্যে। কপিল সত্যটা এই অবকাশে জানিয়েওছেন। তিনি যথাবিহিত আমন্ত্রণ জানান। কিন্তু সাড়া পাননি। আর এই সাড়া না পাওয়ার কারণ জানিয়েছেন স্বয়ং অনুপম খের। তাঁর কথায়, “আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কাজ করেছি। কপিলের শোয়ের হালকা মেজাজে সেটা নষ্ট হয়ে যেত।” কপিল হালকা মেজাজেই নিয়েছেন অনুপমের বক্তব্য। এই প্রেক্ষিতে বিবেকের জবাব অবশ্য জানা যায়নি। সম্ভবত তিনি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছিলেন। বিতর্ক সৃষ্টি করে প্রচারের উদ্দেশ্যেই বোধহয়।