Tuesday, May 13, 2025
৫ফোড়ন

বিনয়ী প্রভাস

‘বাহুবলী’ তাঁকে এমন এক উচ্চতায় পৌঁছে দিয়েছিল, যেখান থেকে প্রভাসকে সরানো মুশকিলই শুধু নয়, অসম্ভব বলা যায়। ‘বাহুবলী’ মুক্তির আগেই সুপারস্টার তিনি। আর ‘বাহুবলী’ তো সেখানে চার চাঁদ লাগায়। তা সত্ত্বেও বিনয়ী ও নম্র প্রভাস। প্রশংসায় আজও লজ্জিত হন তিনি। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়েও পরিচালকের নির্দেশ মানেন বাধ্য ছাত্রের মতো। এর একটা বড় কারণ প্রভাসের আচার-ব্যবহার-মানসিকতা। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রভাসের বহু আলোচিত ছবি ‘রাধে শ্যাম’। নায়িকা পূজা হেগড়ে। ৩৫০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই রেকর্ড ব্যবসা করে ফেলেছে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও অন্যান্য ভারতীয় ভাষা ও ইংরেজিতে মুক্তি পেয়েছে প্রেমের ছবি ‘রাধে শ্যাম’। শোনা যাচ্ছে এবারও সাফল্যে মাথা ঘোরেনি প্রভাসের। আজও তিনি নম্রতার সঙ্গেই গ্রহণ করছেন তাঁর ছবির সাফল্য।