সাহসী কিয়ারা
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মাখো মাখো প্রেমে বেশ কিছুদিন ধরেই খবরের শীর্ষে তিনি। তাঁদের সম্পর্ক পরিণতি পাবে কিনা, সেইসব জল্পনার মধ্যেই খুল্লাম খুল্লা পোশাকে বা না পোশাকে গসিপ লিখিয়েদের নজর কেড়ে নিল কিয়ারা আদবানি। অমিত আগরওয়ালের ডিজাইনে তৈরি ড্যাশিং কালো মেটালিক কর্ডেড হ্যান্ড এমব্রয়ডারি করা গাউনে কাঁধ খোলা কিয়ারা উপস্থিত জনতার হৃদপিন্ডের ধকধকানি বাড়িয়ে দেন আবির্ভূত হওয়া মাত্রই। মুখের মেকআপ বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে কিয়ারা সবসময়ই খুব সংযত। উগ্র সাজে দেখেনি কেউ তাঁকে। দরকারই বা কী, তিনি যে পোশাকেই বাজিমাত করেন। প্রথম ছবি ‘ফাগলি’-তে সেভাবে তাঁকে কেউ লক্ষ্য না করলেও ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’-র সাক্ষীকে পছন্দ করেছিল দর্শক। তারপর নেটফ্লিক্স-এর ‘লাস্ট স্টোরিজ’, কিয়ারার অভিনয় নিয়ে রীতিমতো আলোচনা হয়। এখন তো তিনি যথেষ্টই ব্যস্ত। প্রতিভাময়ী, রূপসী, বুদ্ধিমতী, পোশাকের ক্ষেত্রে সাহসী কিয়ারার রাজত্ব বাড়ছে। বোঝাই যাচ্ছে, আগামী দিনে তিনি অনেককেই চিন্তায় ফেলবেন।