প্রকাশিত ‘হৃদ-মাঝারে’র গান
আসন্ন বাংলা নববর্ষে মুক্তি পেতে চলেছে ভিন্নস্বাদের নারীকেন্দ্রিক টেলিফিল্ম, ‘হৃদ-মাঝারে’। তার ঠিক প্রাকলগ্নে, গত ২৭ মার্চ ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই টেলিফিল্মেরই একটি গান ‘যা রে আমার চোখের মণি’। গানটি প্রযোজনা করেছে সৌমিতা মুভিজ। অমিত সাহার লেখা ও নবারুণ দাশগুপ্তের সুরে গানটি গেয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী কুমার শানু। বলা বাহুল্য ইতিমধ্যেই গানটি শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
একাধিক যন্ত্রানুষঙ্গ এবং পরিচালক অমিতাভ ব্যানার্জির নির্দেশনা সব মিলিয়ে গানটি যে স্বয়ংসম্পূর্ণ একটি রূপ পেয়েছে, তাতে কোনও সংশয় নেই। কি-বোর্ডে আছেন শুভাশিস দত্ত, বাঁশি-ব্যাঞ্জো-ম্যাণ্ডোলিনে বাপ্পা সেনগুপ্ত এবং তবলায় সুমন দাশ। গানের সিকোয়েন্স-এ অভিনয় করেছেন রোহিত, শ্রী, তপন মজুমদার ও নবারুণ দাশগুপ্ত। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।