Monday, February 3, 2025
৫ফোড়ন

সাফল্যে দুঃখী

২৩০ কোটি টাকা ছাড়িয়েছে। কিন্তু তাতেও নাকি খুশি নন তিনি। না না, এটা ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সাফল্য সংক্রান্ত নয়। সেখানে খুবই তৃপ্ত বলিউডের প্রবীণ অভিনেতা অনুপম খের। পর্দায় তাঁকে ঘিরেই একটি ছবি এত ব্যবসা করেছে এই প্রথম, সেদিক থেকে আনন্দের শেষ নেই তাঁর। অখুশির কারণটা অন্যত্র। তাঁর কষ্ট সেই কাশ্মিরী পন্ডিতদের জন্য, যাঁরা সেদিন সব হারিয়ে জর্জরিত হয়েছে। সত্যি অনুপম, নাটকটা ভালোই করতে পারেন আপনি, পর্দার ভিতরের মতোই বাইরেও ! ভন্ডামির আর শেষ নেই। কাশ্মিরী পন্ডিতদের দুঃখ-যন্ত্রনা ভাঙিয়েই তো ২৩০ কোটি ঘরে এলো। এই সত্যিটা স্বীকার করুন। আক্ষেপ, ‘সারাংশ’-এর মতো অর্থবহ ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করে, ‘আ ওয়েনেসডে’-র মতো ছবিতে অতুলনীয় স্বাক্ষর রেখে একটি নিছক প্রচারধর্মী ছবিতে নিজের বাণিজ্যিক সাফল্যের পতাকা উড়িয়ে শোক প্রকাশের নাটক করছেন আপনি !