পান মশলা এবং
তারকাদের পান মশলার বিজ্ঞাপনে অংশগ্রহণ নিয়ে বহুবার কথা উঠেছে। ডাক্তার থেকে সমাজবিদ ও সমাজকর্মী–সকলেই এই নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি এই নিয়ে আবার তুঙ্গে উঠেছে বিতর্ক। অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানের সঙ্গে অমিতাভ বচ্চনের নামও এই সূত্রে উঠে আসে। একটা সময় এই জাতীয় এলাচের বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। ইদানীং সোশ্যাল মিডিয়ায় সকলেই সক্রিয়। সেখানেই আক্রমণের মুখে বিগ বি। লোকজনের বক্তব্য, অক্ষয়-অজয়-শাহরুখদের দলে আপনিও ? বিগ বি-র জবাবটা ছিল মোটামুটি এই, পণ্য সংস্থাগুলির ব্যবসায়ীক সাফল্য শুধু তাঁরা বিজ্ঞাপনে থাকেন বলে ঘটে, এটা ঠিক নয়। সকলেই ব্যবসা করেন। হ্যাঁ, তারারাও অর্থাৎ তাঁরাও ব্যবসাই করছেন। শেষ করেন এই বলে– “কাজটা করে টাকা পাই। তাই করি !” এমন এক যুক্তি যে ভাইরাল হবেই, সে তো জানা কথা। বিগ বি গত সেপ্টেম্বরে এটা বলেছিলেন। এমনই প্রভাব এই মানুষটার যে একবছর ধরে সমানে ভাইরাল হয়ে চলেছে এই কথোপকথন। নিন্দুকেরা বলছে, বিগ বচ্চন সমাজের ওপর তাঁর এই প্রভাবটা যদি পান মশলা বিক্রির বিরুদ্ধে কাজে লাগাতেন !!