অরিজিতের কণ্ঠে রবীন্দ্রগান
পঁচিশে বৈশাখ বাঙালির অতি আবেগের এক উদযাপন। সেই অনুষঙ্গেই সুদূর বেঙ্গালুরুর পোলাইট প্রোডাকশন স্টুডিও থেকে রবীন্দ্রসঙ্গীত গাইলেন সঙ্গীতশিল্পী অরিজিৎ–শিরোনাম ‘বঁধু মিছে রাগ করো না’। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন হরিকিরণ মেনন। শুভময় সেনের পরিচালনায় গানটি মুক্তি পেতে চলেছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই চ্যানেল থেকে গানটির টিজার মুক্তি পেয়েছে এবং বিপুল সাড়া পেয়েছে। অপেক্ষা শুধু গানটি প্রকাশের। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন করছে ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। অন্যান্য ডিজিটাল স্টোরেও গানটি পাওয়া যাবে।