Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

কবিপক্ষে মিউজিক হেরিটেজের নিবেদন

কবিপক্ষের সূচনায় মিউজিক হেরিটেজের পক্ষ থেকে প্রকাশিত হলো একগুচ্ছ রবীন্দ্রসঙ্গীতের সিঙ্গলস। সঙ্গীত আয়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত ব্যানার্জি। সাউন্ড এডিটিং করেছেন সৌমেন পাল। দক্ষিণ কলকাতার গান-বাজনা স্টুডিওতে গানগুলি রেকর্ড করা হয়েছে। গানগুলির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গানগুলির মধ্যে রয়েছে একটি সমবেত সঙ্গীত ‘মোদের কিছু নাই রে নাই’। মিউজিক হেরিটেজের সদস্যবৃন্দ গানটি গেয়েছেন। এছাড়াও রয়েছে অপরাজিতা মজুমদারের কন্ঠে ‘আমি কি গান গাবো যে’ ও ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’,  সৈকত মুখার্জীর কন্ঠে ‘তুমি কেমন করে গান করো’, সৌমি মল্লিকের কন্ঠে ‘ওরে গৃহবাসী’, বিপ্লব ঘোষের কন্ঠে ‘আসা যাওয়ার পথের ধারে’, শিল্পী চ্যাটার্জির কন্ঠে ‘আমি হেথায় থাকি শুধু’, আলতামাশ-এর কন্ঠে ‘আমি চিনি গো চিনি তোমারে’, অশোক দত্ত-এর কন্ঠে ‘আমি সন্ধ্যাদীপের শিখা’, বিবেক-এর কন্ঠে ‘জাগরনে যায় বিভাবরী’, অভ্যুদয় মল্লিকের কন্ঠে ‘পুরানো সেই দিনের কথা’, বিকাশ বর্মণ-এর কন্ঠে ‘মন মোর মেঘের সঙ্গী’, দীপাঞ্জয়ার কন্ঠে ‘হার মানা হার’, দেবযানী দত্তের কন্ঠে ‘পূর্ণ প্রাণে চাবার যাহা’ ও শ্রেয়া বর্মণ-এর কন্ঠে ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’। কবিপক্ষে একগুচ্ছ গান উপহার পেয়ে খুশি শ্রোতাবন্ধুরা। ইতিমধ্যেই গানগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। শিল্পীরা যে উচ্ছ্বসিত প্রশংসার দাবিদার সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

নীচে রইল মিউজিক হেরিটেজ চ্যানেল-এর ইউটিউব লিঙ্ক –

https://www.youtube.com/channel/UCAUJbhzZuLGa3muKePlJY8w