ব্যাচেলর সলমন !
বাবা সেলিম খান নাকি নতুন করে সলমনের বিয়ে প্রসঙ্গ জনসমক্ষে টেনে এনেছেন। তাঁর নবতম থিওরি, ছেলে একটা সময় প্রচুর বান্ধবী সঙ্গ করেছে। কিন্তু কারোর সঙ্গেই নাকি তাঁর মানসিক সংযোগ স্থাপিত হয়নি। প্রশ্ন উঠতেই পারে, তাহলে সংযোগটা কীসের ছিল, আধ্যাত্মিক ? নিন্দুকেরা অবশ্য আরও অনেক কিছুই বলছে ! সেসব থাক। আমরা প্রমাণহীন কথায় নেই। তবে, সেলিম সাহেব যে ব্যাখ্যাটা দিয়েছেন, তাতে হাসি আর কান্নার মাঝামাঝি একটা অনুভূতি হতে পারে আপনার। মাকে খুব ভালবাসেন সলমন। তাই সব নারীর মধ্যেই নাকি মাকে খোঁজেন। এই কারণেই তাঁর আর বিয়ে করা হচ্ছে না। নিন্দুকের দল এবার যে প্রশ্নটি তুলেছে, সেটা জব্বর–বিয়ে করার আদৌ দরকার আছে কী ভাইজানের ?