মুক্ত জয়েশভাই
অবশেষে আলোর মুখ দেখতে চলেছে রণভীর সিং অভিনীত ‘জয়েশভাই জোয়ারদার’। আজই মুক্তি পাচ্ছে এ ছবি। তবে, তার আগে একটি ছোট্ট খিঁচ। যেখানে ছবির স্লোগান ‘সেভ গার্ল চাইল্ড’। সেখানে, ছবির ট্রেলারে দেখানো হচ্ছে আল্ট্রাসাউন্ড প্রযুক্তি পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণের বিষয়টি। আপাতত এই অভিযোগকে কাঁধে নিয়েই আরও একবার আইনের চক্করে ‘জয়েশভাই জোয়ারদার’ ! দিল্লী হাইকোর্ট ছবি মুক্তির আগে এই বিষয়ে নতুন শর্তাবলি রেখেছে। ট্রেলার, ইতিমধ্যেই ইউটিউব ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে যা বিপুল হারে প্রচারিত। সেখান থেকে তো বটেই, ছবির ভিতরেও যেখানে যেখানে বিষয়টি এসেছে, তার প্রকাশভঙ্গি বদলাতে হবে নির্মাতাদের। আদতে ইয়ুথ এগেনস্ট ক্রাইম নামের এক সংস্থা এই বাবদ প্রতিবাদ জানিয়ে এক পিটিশন ফাইল করার পরই আদালতের এই হস্তক্ষেপ। বলিউডে ধর্ষণ দৃশ্য দেখানোর ছলে ধর্ষণকে উৎসাহ দেওয়া হয়, এ অভিযোগ বারবার উঠেছে। এও যেন তেমনই এক প্রয়োগ !