Monday, February 3, 2025
৫ফোড়ন

দীপিকার নয়া কৃতিত্ব

লুই ভিতোঁ-র ব্যাগের বিজ্ঞাপনে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ফরাসি বিলাসবহুল সংস্থা ‘লুই ভিতোঁ’-র বিজ্ঞাপনে এই প্রথম কোনও ভারতীয় মুখ। নিঃসন্দেহে বিষয়টি গর্বের। তবে, দীপিকা এর আগেও এই সংস্থার সঙ্গে কাজ করেছেন। ২০২০ সালে প্রথম ভারতীয় হিসেবে তিনি এই ফরাসি সংস্থার প্রচারে অংশ নেন। নিজের ইনস্টাগ্রামে তাঁর চূড়ান্ত খুশির খবর শেয়ার করে দীপিকা বলেছেন, “একটা সময় ছিল, যখন লুই ভিতোঁ শো-রুমের পাশ দিয়ে হেঁটে গেলেও তাকাবার কথা ভাবতেই পারতাম না। কারণ জানতাম, ওদের জিনিস কেনার সামর্থ্য আমার নেই। কিছু ক্ষেত্রে জিনিসপত্র কেনার শখ থাকে মানুষের। আর কিছু জিনিস কেনার কথা স্বপ্নেও কল্পনা করতে পারি না আমরা। লুই ভিতোঁ আমার কাছে দ্বিতীয়টা ছিল সেদিন।” মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেন বলিউডের সবচেয়ে চাহিতা এই নায়িকা। অভিনয়ে এসে অনেকেই মডেলিং দুনিয়াকে বিদায় জানান। দীপিকা সেটা করেননি। প্রতিটি পেশার পৃথক ব্যাকরণ। এছাড়া, দক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যাওয়া। নিজেকে প্রস্তুত করা প্রতি মুহূর্তে। এইসবই বরাবর চালু রেখেছেন বলেই দীপিকা আজ লুই ভিতোঁ-র মতো এক ব্র্যান্ডের শরিক।