Monday, February 3, 2025
৫ফোড়ন

আদিরাকে প্রচারে নয়

পাপরাৎজিদের সত্যি জবাব নেই। তৈমুরের পর তারা আদিরাকে নিয়ে পড়েছে। কে এই আদিরা ? খুব শিগগিরই ইনিও সইফ-করিনা পুত্র তৈমুরের মতো স্টার কিডের তকমা পাওয়ার আগেই জেনে নিন এর পরিচয়। ইনি আদিত্য কাপুর ও রানি মুখার্জি কন্যা। বাবার ‘আদি’ আর মায়ের ‘রা’ নিয়ে কিউট আদিরা সম্প্রতি ক্যামেরাবন্দি হয়েছেন। তারপরই তাকে নিয়েও আলোচনার শুরু ! যদিও, রানি একেবারেই চান না, আদিরা দ্বিতীয় তৈমুর হয়ে উঠুক। মেয়েকে নিয়ে আম জনতার মাত্রাতিরিক্ত কৌতুহল, না পসন্দ তাঁর। মেয়েকে মানুষ করার ক্ষেত্রে রানি খুবই সাবধানী ও স্বতন্ত্র। বুদ্ধিমতী রানি জানেন, এখন থেকে আলোকবৃত্তে চলে এলে আদিরার লেখাপড়া ও অন্যান্য যাপন শিক্ষার ক্ষতি হবে। তাই, পাপরাৎজিদের মোটেই প্রশ্রয় দিতে রাজি নন তিনি।