পরাজিত অক্ষয়
একটা লম্বা সময় ধরে বক্স অফিস সাফল্যের যে রেকর্ড গড়েন খিলাড়ি কুমার তা বুঝি এবার নিম্নগমনের পথে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ঘটনা আশ্রিত ছবি ‘সম্রাট পৃথ্বীরাজ’ অক্ষয় কুমারের কেরিয়ারে এহেন পরাজয়ের ইতিহাস লিখতে শুরু করেছে, এমনটাই আশঙ্কা তাঁর শুভানুধ্যায়ীদের। এখনও পর্যন্ত মাত্র ২০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। সবচেয়ে খারাপ ইঙ্গিত, এ ছবি মুক্তির দিন থেকেই খারাপ ফল করছে। তাও তো কেন্দ্রীয় সরকারের অক্ষয় বদান্যতায় ট্যাক্স ফ্রি করা হয়েছে ‘সম্রাট পৃথ্বীরাজ’কে। নাহলে হয়তো এটুকু ব্যবসাও হতো না। অক্ষয়কে এই জায়গাটাই বুঝতে হবে এবার। তাঁর দশাও কঙ্গনার মতো না হয় ! সরকারি নেকনজরে থাকতে গিয়ে দর্শক নজরের বাইরে না চলে যেতে হয় ! দর্শক কিন্তু দর্শকই। তাঁরা দিনের শেষে হয় বিনোদন, নয় একটি উন্নতমানের ছবি দেখতে হলে যান। কোনও বিশেষ ধর্মের প্রচার বা রাজনৈতিক কচকচানি দিয়ে তাঁদের দীর্ঘদিন ভুলিয়ে রাখা যায় না।