মডার্ন মাইম সেন্টারের ‘বৃষ্টি’
প্রবল কালবৈশাখী ঝড়ে একটি গাছের বাঁচার কাহিনি দেখবেন দর্শক। শুধুমাত্র শরীরের অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনে গাছের দুঃখ যন্ত্রনা অভিব্যক্ত হবে মঞ্চে। অসহ্য গরমে একজন লেখক লিখে চলেছেন–ঘরের চারদিকে ছড়িয়ে কাগজপত্র। হঠাৎ তীব্র ঝড় ঘরে প্রবেশ করে। কাগজপত্র উড়তে থাকে। মূকাভিনেতার চোখের ইশারায় সব কিছু বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। একটি শিশুর কাছে বৃষ্টি এক স্বপ্নালু পরিবেশ সৃষ্টি করে। তাই সে বৃষ্টিতে ভিজে আনন্দ উপভোগ করে। কিন্তু তার মায়ের চিৎকারে শিশুর স্বপ্ন ভেঙে যায়। অনাদরে পড়ে থাকা ছাতা বৃষ্টির দিনে মূল্য পায়। আবার ঝড়ে সেই ছাতাই হাত থেকে উড়তে থাকার দৃশ্য অপুর্ব এক চিত্রকল্প তৈরি করে। বৃষ্টি এখানে এক রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। মডার্ন মাইম সেন্টার আয়োজিত ‘বৃষ্টি’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম পর্বটি সাজানো হয়েছে এভাবেই।
দ্বিতীয় পর্বে শহরের একটি পথ মানুষের অপব্যবহারে নদীতে পরিণত হয়। এখানে কমল নস্কর ও শুভ্রা সান্যাল বিভিন্ন চরিত্র অভিনয় করবেন। গরীব মানুষের ঘরে বৃষ্টির জল ঢুকে সব কিছু তছনছ করে দেয়। জানা গেছে, মঞ্চে কোনও আনুষঙ্গিক উপকরণ ব্যবহার না করেই বিষয়টি ফুটিয়ে তোলা হবে, যা খুবই চমকপ্রদ। বানভাসি মানুষের গৃহহীনতা, অসহায়তা, খাদ্যাভাব প্রভৃতি মূর্ত হয়ে উঠবে মঞ্চে, মূকাভিনয়ের মাধ্যমে।
‘বৃষ্টি’ মঞ্চস্থ হবে আগামী ২৭ জুন, সন্ধ্যা ৬.৩০ মিনিটে, শিশিরমঞ্চে। দুই পর্বের সমগ্র নিবেদনের গল্প রচনা ও পরিচালনায় আছেন কমল নস্কর। অভিনয়ে শুভ্রা সান্যাল, কমল নস্কর এবং মডার্ন মাইম সেন্টারের ছাত্রছাত্রীবৃন্দ। আলো হর্ষ দাস। সঙ্গীত নিলয় দত্ত।