Monday, May 12, 2025
৫ফোড়ন

লগান আমির ও রিনা

এই ছবিকে ঘিরেই প্রথম স্ত্রী রিনার প্রতি আমিরের বিশ্বাসঘাতকতা এবং কিরণকে রিনার পরিবর্তে জীবনে গ্রহণ। সেই কিরণও এখন অতীত। অন্যদিকে রিনা ছাড়া ‘লগান’ আলোর মুখ দেখতেই পেত না। অর্থ যোগাড় থেকে ইউনিটের যাবতীয় কাজকর্মের দেখভাল রিনার উপস্থিতি ছিল সদা উজ্জ্বল। ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর–নিন্দুকেরা বলে, এঁর সঙ্গেও সঠিক ব্যবহার করেননি আমির। ছবির যাবতীয় কৃতিত্ব নিজেকেই দিয়েছেন তিনি। সম্প্রতি ‘লগান’ এর একুশ বছর পূর্তি ধুমধাম করে পালন করে আমিরের প্রোডাকশন হাউজ। একটি পুনর্মিলনের আয়োজনও ছিল সেখানে। তার ভিডিওটি শেয়ার করা হয় ইনস্টাগ্রামে সংস্থার পক্ষ থেকে। ছবির একাধিক অভিনেতা সহ আশুতোষও সেখানে ছিলেন। নাহ, রিনা ছিলেন না। আমির তাঁকে ডাকেননি না রিনা নিজেই আসেননি, সেকথা অবশ্য ভিডিওতে প্রকাশিত নয়।