ননস্টপ রথযাত্রা স্পেশাল
দুই ভাই ও বোন মিলে প্রতিবছরের মতো এবারেও রথে চড়ে গিয়েছিলেন মাসির বাড়ি। মর্ত্যের আনাচে কানাচে ‘জয় জগন্নাথ’ ধ্বনি। ধর্মীয় উদযাপন রথযাত্রা থেকে আম জনতার রথের মেলা, ছোট ছোট ছেলেমেয়ের আনন্দ-উল্লাস। অনুষঙ্গে থাকে পাঁপড় ভাজা, জিলিপি, কাঁচের চুড়ি, বেলুন আর হরেক রকম খেলনা। এ হেন উৎসবের আমেজেই ননস্টপ বিনোদন প্রকাশ করেছে প্রভু জগন্নাথের কিছু ভক্তিমূলক গীতি। চারটি আরাধনার সমন্বয়ে একটি অডিও জিউকবক্স বানানো হয়েছে। প্রায় ৪০ মিনিটের এই সমাহারটি ভক্তবৃন্দের কাছে স্বাভাবিকভাবেই ব্যাপক সমাদৃত হয়েছে। সাধারণ সঙ্গীতপ্রেমী শ্রোতারাও দারুণ পছন্দ করেছেন ননস্টপ বিনোদনের এই আয়োজন।