Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

চিরন্তনীর মনে রাখা আড্ডা

ডিজিটাল প্ল্যাটফর্মে চিরন্তনীর আড্ডা মানেই দর্শক-শ্রোতার অমূল্য প্রাপ্তি। সম্প্রতি ফেসবুক লাইভে নিজেদের পেজে এমনই এক মনে রাখা নিবেদনে চিরন্তনী নিয়ে এসেছিল আবৃত্তি ও শ্রুতিনাটকে সাজানো এক না ভোলা সন্ধ্যা। অনুষ্ঠানের অতিথিরা ছিলেন আমাদের সবার প্রিয় বনানীদি (মুখোপাধ্যায়) ও  প্রযুক্তি বন্দোপাধ্যায়, যথাক্রমে শ্রুতিনাটক ও কবিতার ডালি নিয়ে। আয়োজনে ছিল বনানী মুখোপাধ্যায়ের লেখা শ্রুতিনাটক ‘ট্যাঁপা আর টেঁপি'(অভিনয়ে বনানী মুখোপাধ্যায় ও  প্রযুক্তি বন্দোপাধ্যায়),’মানবী’ এবং ‘আমি বলতে পেরেছি’ (অভিনয়ে বনানী মুখোপাধ্যায়)। প্রযুক্তির নিবেদনে ছিল ‘তুমি-আমি’ (রবীন্দ্রনাথ ঠাকুর), ‘বাঘের ডাক’ (অজিত বাইরি)। সঞ্চালনায় ছিলেন বর্ণালী সরকার। বর্ণালীর কণ্ঠে শুনলাম জয় গোস্বামীর ‘আলো’ সিরিজের নয় নম্বর কবিতা। লেখা ও অভিনয় মিলিয়ে বনানী মুখোপাধ্যায়ের নিবেদন কাঙ্ক্ষিত মাত্রাতেই দর্শক-শ্রোতাকে নিয়ে যায় অন্য এক ভুবনে। মন কেড়ে নেন প্রযুক্তিও। বরাবরের মতোই সংবেদনশীল ছিলেন বর্ণালী, সঞ্চালনা ও আবৃত্তিতে।