ললিতে সুস্মিতে
লোকজন পারেও বটে ! যেই ললিত-সুস্মিতার প্রেম ও পরিণয়ের কাহিনি বাজারে এলো, সঙ্গে সঙ্গে নেটিজেন নেমে পড়লো মাঠে। হঠাৎ করে ললিত মোদিই বা এতদিন পর এই ব্যাপারে আলোকপাত করলেন, তা নিয়েও কোনও বোঝাবুঝির ব্যাপার নেই। উচিত-অনুচিত, দুজনকে মানায়, নাকি মানায় না–এইসব নিয়ে কাজিয়া শুরু হয়ে গেল। এদিকে ব্রম্মান্ড সুন্দরী নিজে কিন্তু চুপ ! অন্যদিকে একটা একেবারে গুরুত্বহীন বিষয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের শিরোনামে ঘুরপাক খেতে লাগলো। মাঝখান থেকে ললিতের কুকীর্তি প্রায় যবনিকার আড়ালে। এরপর বাংলার জামাই হয়ে আত্মীয়তার সূত্রেই তিনি যদি দেশে ফেরার ছাড়পত্রটাও হাসিল করে ফেলেন, তাহলে মোটেই অবাক হবো না।