Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

ননস্টপ আড্ডায় বর্ষা বিদায়

শ্রাবণ গেলেই বর্ষার বিদায়, এমনটা ঋতুর নিয়ম। যদিও, আজকাল সে নিয়মের কোনও গ্যারান্টি নেই। ইদানীং সারা বছরই বর্ষা। তবুও ঋতুর নিয়ম মেনেই বিদায় জানাতে হয় তাকে। বর্ষার মোহমুগ্ধ আবেশের মাঝেই আমরা শুনি তার চলে যাবার ঘন্টা। এইসব নিয়েই আগামী ৫ আগস্ট ননস্টপ বিনোদন চ্যানেলে সন্ধ্যা ৭টায় আমাদের ননস্টপ আড্ডা ‘বিদায় বর্ষা’। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। গত ২২ জুলাই সন্ধ্যায় ছিলেন তরুণ প্রজন্মের দুই প্রতিনিধি–সঙ্গীতশিল্পী বাসবদত্তা চৌধুরী ও বাচিকশিল্পী অন্তরা দাশগুপ্ত। কথা-গান-আড্ডায় জমে ওঠে সন্ধ্যার এই আসর। আবৃত্তি ও গানে মুগ্ধ করেন যথাক্রমে অন্তরা ও বাসবদত্তা। আজ এই গান আর আড্ডার আসরে আমরা শুনবো এই সময়ের একজন অত্যন্ত প্রতিভাশালী গায়িকা অপরাজিতা বসুর গান। অনুষ্ঠানের শিরোনাম ‘বাংলা আমার গানের ভাষা’।