মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অতিথি’
গত ২৯ শে জুলাই ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অতিথি’। সুবীর ঘোষের প্রযোজনায়, সৌমিতা মুভিজের নিবেদন ভৌতিক আবহে নির্মিত এই ছবি। প্রযোজনা সংস্থার দাবি, ভৌতিক হলেও, এ ছবির কাহিনি বাস্তবমুখী। ছবিটির কাহিনি, পরিচালনা ও সম্পাদনা করেছেন আর ডি রণজিৎ এবং সহকারী পরিচালক অতসী নাগ ও তাপস। ‘অতিথি’-তে অভিনয় করেছেন অনিন্দিতা, দিব্যেন্দু, তপন মজুমদার এবং অধ্যয়ন। বর্তমান যুগ নিউক্লিয়ার ফ্যামিলির ধারণায় বিশ্বাসী। বাবা-মা সেখানে যেন খানিকটা অতিথি। তবে, সন্তান ও জন্মদাতার বন্ধন যে মরণোত্তর, তাই প্রতিফলিত হয়েছে এই কাহিনিতে। স্বামী-স্ত্রী সন্তানের পরিবারে বাবা আসার সংবাদ নতুন অশান্তি তৈরি করে। স্ত্রী রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়। তবুও মানবিকতা বাধা দেয় ছেলেকে। বাবা আসার পর চায়ের জল বসায় ছেলে। চা খেতে খেতেই ভালোমন্দ কথা হবে। চায়ের জল চাপিয়ে ফোন রিসিভ করে ছেলে জানতে পারে, গতরাতের ঝড়বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে বাবা-মা দুজনেই মারা গেছেন। তাহলে বাইরের ঘরে কে? জানতে হলে বৃষ্টিমুখর সন্ধ্যায় দেখে নিন স্বল্পদৈর্ঘ্যের হাড়হিম করা ছবি ‘অতিথি’।