Monday, February 3, 2025
৫ফোড়ন

বলিউডে মহেশ

বলিউড নাকি তাঁর পারিশ্রমিক দিয়ে পোষাতে পারবে না! তেলুগু ছবির সুপারস্টার মহেশ বাবুর এই বক্তব্যে বিতর্কের ঝড় ওঠে কিছুদিন আগেই। বলিউডের বেশ কয়েকজন প্রযোজক, পরিচালক ও অভিনেতা এর প্রতিবাদ করেন। সেই বিতর্কের আগুন নেভার আগেই খবর, বলিউডে ডেবিউ করতে চলেছেন মহেশ। শোনা যাচ্ছে, পরিচালকও যে সে নন–ভারতীয় সিনেমার অন্যতম সেরা পরিচালক তিনি। একটি অনলাইন ম্যাগাজিনে খবরটি দেখার পর তন্ন তন্ন করে খুঁজেও তেমন ভরসাযোগ্য কিছু পেলাম না।  যেটা পেলাম, সেটা হলো, খুব শিগগিরই রাজামৌলির ছবিতে কাজ করতে চলেছেন মহেশ। সেই ছবি ভারতীয় অন্যান্য ভাষার সঙ্গে হিন্দি ভার্সানেও আসতে পারে। যেমনটা সচরাচর রাজামৌলির ছবিতে হয়ে থাকে। ওই ম্যাগাজিনটি এটাকেই বলিউড ডেবিউ বলছে কিনা, সেটা অবশ্য এখনই বোঝা যাবে না।