প্রকাশিত অনুভার ‘মন আরশি’
সঙ্গীতশিল্পী অনুভা ঘোষের পরিচয় বাংলা সঙ্গীত ও সংস্কৃতি জগতের সকলেরই জানা। সঙ্গীত সংক্রান্ত লেখালিখি করেন তিনি, এও তাঁর ঘনিষ্ঠ মহল জানে। আদ্যন্ত সংবেদনশীল মানুষ অনুভার গানে বরাবর এক মরমি অভিব্যক্তি মেলে। তাঁর গভীর জীবনবোধই যে এর উৎস, তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই যাবতীয় মনন ও যাপন উপলব্ধি নিয়ে সৃজনের অন্য এক পথে বিচরণ অনুভার। প্রকাশিত হলো তাঁর গল্পের বই ‘মন আরশি’। জীবন তরঙ্গে ভেসে আসে অনুভূতির নানা ছন্দ। দোলা দিয়ে যায়। উত্তাল হয়ে আসা সেই অনুভূতির কত না রঙ ! ভালোবাসা, স্বপ্নভঙ্গ, বিশ্বাস-অবিশ্বাস, অবসাদ, উৎসাহ–সবই আছে সেখানে। জীবন-মৃত্যুর মাঝে অনেকটা পথ। সেই পথে চলতে চলতেই গভীর ভাবনার যাতায়াত। কখনও প্রত্যাশা ও প্রতীক্ষা ভরা মানসিক অবস্থান। আবার কখনও মনে জাগে সমস্ত প্রতিকূলতা ছাপিয়ে উত্তরণ। এইসব কিছু মিলেমিশে ওঠে ছোট-বড় ঢেউ। জোয়ার-ভাটার টানে মনে ফিরে ফিরে আসে নানা ঘটনা। তারা মনের সিক্তভূমিতে দাগ রেখে যায়। আঁকিবুকি কাটা বিচিত্র অনুভবের আলপনায় ভরা সেই কাহিনিই সৃজিত লেখক অনুভা ঘোষের প্রথম গল্প সংকলন ‘মন আরশি’-তে। ধানসিড়ি প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির দাম ২০০ টাকা।