Monday, February 3, 2025
৫ফোড়ন

মুখ খুললেন অক্ষয়

বলিউডের বয়কট কালচার নিয়ে এই মুহূর্তে বাজার যে যথেষ্ট গরম, তাতে আর সন্দেহ নেই। আম জনতা পাত্রপাত্রী নির্বিশেষে তারকাদের মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ছবি মুক্তির অনেক আগে থেকেই বিরুদ্ধ-প্রচারে ঝাঁপিয়ে পড়ছে তারা। সম্প্রতি এই বিষয়ে তারকারাও সরব হয়েছেন। খুব স্বাভাবিক। বহু মানুষের জীবিকা নির্বাহের ক্ষেত্র বলিউড সিনেমা। বয়কট তত্ব নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অক্ষয় কুমার। তিনি যথার্থই বলেছেন, এই ঘটনাপ্রবাহে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। তবে, আজকের সাধারণ মানুষ যথেষ্ট বিচক্ষণ বলেই বিশ্বাস তাঁর। অক্ষয় মনে করেন, কোনটা ঠিক আর কোনটা ভুল জানেন মানুষ। তাদের সবার প্রতি অক্ষয়ের অনুরোধ, আপনারা অপরের কথায় প্রভাবিত না হয়ে, নিজেরা বিচার করুন। এ শুধু একজন তারকার লাভক্ষতির বিষয় নয়। এতে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মুখে পড়তে পারে ইন্ডাস্ট্রি, যা পরোক্ষে বহু মানুষের জীবনের ওপর প্রভাব ফেলবে।