Monday, February 3, 2025
৫ফোড়ন

লাল পোশাকে মোহময়ী হুমা

‘দেড় ইশকিয়া’ থেকে ‘ লায়লা’–অভিনয় কেরিয়ারে নিজের ক্ষমতার বৈচিত্র্য ও বিস্তার ইতিমধ্যেই প্রমাণ করেছেন হুমা কুরেশি। এরই পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টের ক্ষেত্রেও তিনি বরাবর আকর্ষণের কেন্দ্রে। চরিত্র নির্বাচন অর্থাৎ পর্দায় এবং পর্দার বাইরে, সর্বত্র হট এবং বোল্ড হুমা। সোস্যাল মিডিয়ায় তাঁর বোল্ড অবতারে ঘায়েল জনতা। সাম্প্রতিককালে এক ফটোশুটে নিজের মোহিনী অবতারে একেবারে চমকে দিয়েছেন হুমা। দীর্ঘাঙ্গী এই কন্যা দুর্দান্ত ফিগারে এমনিতেই নজর কেড়ে নেন। এবার লাল রঙের পোশাক ও দুরন্ত হেয়ার স্টাইলে একেবারে আগুন জ্বালিয়েছেন হুমা ক্যামেরায়।