কপিলের শোয়ে অক্ষয় চমক
কপিল শর্মা টিভির পর্দায় ফিরেছেন নতুন সিজন নিয়ে। সোনি টিভিতে প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০-এ দেখানো হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। তাঁর ইন্টারন্যাশনাল স্টেজ শো এবং টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে নন্দিতা দাশের ছবি ‘জ্বিগাটো’ (কপিল অভিনীত) প্রদর্শনের পর কপিলের ইমেজ যে অনেকটাই বদলেছে, তাতে সন্দেহ নেই। তবে, প্রতি শনি-রবির কমেডি শো, যা প্রথম কপিলকে স্টার স্টেটাস দেয়, সেখানে তাঁকে পুরোনো অবতারেই দেখতে চাইবে দর্শক, এটাই প্রত্যাশিত। দেখা যাক, এবারে কপিল কীভাবে তাঁর আসর সাজিয়েছেন! তাঁর শোয়ের নিয়ম মেনে আসা-যাওয়ার পথে কারা রইলেন আর নতুন কারা এলেন ! শুরুতেই চমক, বলিউডের সুপার খিলাড়ি অক্ষয় কুমারের উপস্থিতি–এখন থেকে নাকি প্রায়ই আসবেন তিনি শো আলো করে, যদিও, শোয়ে আমন্ত্রিত নন তিনি! এই গিমিকের পিছনে নতুন কোন বাণিজ্যিক ছক আছে, সে তো টিম কপিল আর অক্ষয়ই জানেন। ফিরেছেন সুমনা চক্রবর্তী, কাপ্পু শর্মার (কপিলের এবারের নাম) স্ত্রী বিন্দুর ভূমিকায়। কিকু শারদার নয়া অবতার হলো মহল্লার ধোপানি, নাম গুড়িয়া। এসেছেন সৃষ্টি রোড (গজল), সিদ্ধার্থ সাগর (উস্তাদজি), গৌরব দুবে ও ইশতিয়াক খান প্রমুখ।