অনির্বচনীয় এক পারম্পর্য
রবীন্দ্রসঙ্গীতের একটি অসাধারণ সংকলন সম্প্রতি প্রকাশ করেছে গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট। শিরোনাম ‘পারম্পর্য : ঘরানা এক কণ্ঠ অনেক’। নিবেদনে অভিজ্ঞান। এই অডিও জ্যুক বক্সে স্থান পেয়েছে ১৪২ জন সঙ্গীতশিল্পীর গান। রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট নানা রঙ ও বৈচিত্রের গানের সমাহার ঘটেছে এখানে। রবীন্দ্রসঙ্গীতের যে ধারা, তা পূর্ব থেকে উত্তরসূরীদের মাঝে যুগ যুগ ধরে বহতা। এ এক নান্দনিক পরিক্রমা। এই পরিক্রমাই ‘পারম্পর্য : ঘরানা এক কণ্ঠ অনেক’-এর রূপকল্প। নিঃসন্দেহে সেরা প্রাপ্তি কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও গুরু সুচিত্রা মিত্রের সংগৃহীত একটি নিবেদন। বাকি শিল্পীদের মধ্যে যে বিষয়টি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য–সকলেই যথাযথ প্রশিক্ষিত ও আন্তরিক নিষ্ঠায় গানগুলি পরিবেশন করেছেন। তাঁদের কণ্ঠ ও গায়কীর পৃথক পৃথক বৈশিষ্ট্য এই সংকলনে বৈচিত্রের রঙ যোগ করেছে। উল্লেখ্য, সংকলিত গানগুলি কবির ৬০ বছর বয়সের আগে রচিত। এলবামের ভাবনা, পরিচালনা ও যন্ত্র আয়োজন অগ্নিভ বন্দোপাধ্যায়। অগ্নিভ এই সময়ের অন্যতম সেরা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। একজন নিষ্ঠাবান প্রশিক্ষক। সঙ্গীত বিষয়ে তাঁর দক্ষতা ও প্রগাঢ় জ্ঞান সর্বজনবিদিত। এই সংকলনে সেই উৎকর্ষতার ছাপ স্পষ্ট। গোল্ডেন ভয়েস এন্টারটেনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে পাবেন ‘পারম্পর্য : ঘরানা এক কণ্ঠ অনেক’।