স্মরণে-বরণে, কথায়-গানে ননস্টপ আড্ডা
রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতা থেকে অনেকটা দূরে উত্তরবঙ্গের এক জেলা শহরে থেকে বহু বছর ধরে সঙ্গীতচর্চায় মগ্ন ওঁরা। আজ সন্ধ্যায় কথায়-গানে সঙ্গীতশিল্পী দম্পতি নিরুপম ভট্টাচার্য ও পুষ্পিকা ভট্টাচার্য। গত ২০ সেপ্টেম্বর ছিল বিশেষ পর্ব ‘স্মরণে-বরণে…কথায়-গানে…’ ! প্রয়াত বাংলার দুই কিংবদন্তি–গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দোপাধ্যায় এবং চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে নিয়ে আমাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অতিথি রূপে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী দম্পতি স্বরূপ পাল ও স্বাতী পাল। আগামী ৩০শে সেপ্টেম্বর ননস্টপ আড্ডার অতিথি বিশিষ্ট সঙ্গীতশিল্পী তপতী বিন্দু। নানারঙের গান, সঙ্গে তাঁর সঙ্গীত জীবনের বৈচিত্র্য ও ব্যাপ্তির কথা উঠে আসবে এই সন্ধ্যায়। আপনারা ননস্টপ আড্ডা দেখছেন প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায়। এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন সাংস্কৃতিক ও বিনোদন জগতের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই।