অজানা শহর অচেনা দেশে
পূজোর ঠিক আগেই ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো নতুন গান। গত ৩০ শে সেপ্টেম্বরে এই চ্যানেলে রিলিজ করলো একটি সিঙ্গলস, শিরোনাম ‘অজানা শহর অচেনা দেশে’। গানটি গেয়েছেন বিশিষ্ট দুই সঙ্গীতশিল্পী অরিজিৎ ও শুভ্রনীল। কথা লিখেছেন শুভ্রনীল। মিউজিক কম্পোজ করেছেন অরিজিৎ। গানটি রেকর্ড করেছেন হরিকিরণ মেনন। বেঙ্গালুরুর পোলাইট প্রোডাকশন ষ্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। কথা ও সুর দুই-ই প্রশংসিত শ্রোতামহলে। বাঙালির কাছে বাংলা গান বরাবরই প্রাণের, আবেগের। শত ব্যস্ততার মাঝেও অল্পবিস্তর সকলেই আমরা স্বস্তি পাই গান শোনার মাধ্যমে। ছুটির আমেজে গানে গানে অজানা শহর ও অচেনা দেশে পাড়ি দিয়েছেন অনেকেই। কমেন্টবক্সে তাই প্রশংসার ঢেউ।