Tuesday, May 13, 2025
৫ফোড়ন

নেশার বিরুদ্ধে রামদেব

তাঁর কথায়, বলিউড হলো নেশার আখড়া। মদ খাওয়া ইদানীং অতি স্বাভাবিক ঘটনা। কিন্তু, বাবা রামদেবের বিশেষ চিন্তা বলিউডের খানদের নিয়ে। ভাইজান সলমন খান থেকে বাদশা-পুত্র আরিয়ান সবাই নাকি প্রবলভাবে নেশায় আসক্ত। শুধু খানরা নন, রামদেবের মতে বলিউডের অধিকাংশই মাদক সেবনে অভ্যস্ত। এবার বি টাউনের মাদকাসক্তির শেষ করে ছাড়বেন তিনি। রীতিমতো আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন বলে, জানিয়েছেন রামদেব। দেশবাসীকে মাদকমুক্ত রাখতেই তাঁর এই অভিযান। বলিউডের সঙ্গে সারা দেশবাসীর কী সম্পর্ক, সেটা অবশ্য খোলসা করেননি তিনি। অন্যদিকে নিন্দুকেরা বলছে একটা সময় বিদেশি দ্রব্য ত্যাগ করে সবাই যেন দিশি অর্থাৎ তাঁর পতঞ্জলি ব্র্যান্ডে নিবেদিত হয়, এমনটা চেয়েছিলেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্র্যান্ডটির শ্রীবৃদ্ধিও ঘটে। তবে, সম্প্রতি, ব্র্যান্ড রামদেব ও পতঞ্জলি–দুয়েরই বাজার কিছুটা নিম্নগামী। সেই কারণেই বলিউডের মাদকতত্ত্ব নিয়ে বাজার গরম করতে চাইছেন রামদেব।