সংবেদনশীল মিমি
সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী আক্ষরিক অর্থেই দৃষ্টান্ত স্থাপন করলেন। সম্প্রতি ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতাল পরিদর্শনে এসে পাঁচজন টিবি আক্রান্ত রোগীকে দত্তক নিলেন তিনি। এটা বোঝা যাচ্ছে নেহাত সখে বা অনুরোধে ঢেঁকি গিলে রাজনীতির ময়দানে আসেননি তিনি। প্রেক্ষিত যাই হোক, এক্ষেত্রে তিনি তাঁর পূর্বসূরী চিরঞ্জিত বা দেবের পদাঙ্ক অনুসরণ করেই চলেছেন। এঁরাও তারকার মুখোশ খুলে মানুষের মাঝে নেমে কাজ করেন বলে শোনা যায়। মিমি শুধু ওই রোগীদের দায়িত্ব হাতে তুলে নিয়েই বসে থাকেননি, জিরেনগাছা ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার সুবাদে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকেও যোগ দেন। সেখানে রীতিমতো কাজকর্ম নিয়ে কথাবার্তা, আলোচনা চলে। শোনা যায়, প্রাতিষ্ঠানিক প্রসব নিয়ে কিছুটা উষ্মাও প্রকাশ করেন তিনি।