সৌমিত্রর সঙ্গে তুলনা নয়
না। সত্যজিত রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’-র রিমেক নয় তাঁর ছবি। পরিচালক অরুণ রায় সাফ জানিয়েছেন, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসকে অনুসরণ করে ছবিটি বানিয়েছেন। আদতে, সুনীলের জন্মদিন উদযাপনেই তাঁর এই নিবেদন। এ তো গেল পরিচালকের কথা। ‘অরণ্যের দিনরাত্রি’ ঘিরে ছবির অন্যতম নায়ক জিতু কমল কী বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বাজার গরম তাই নিয়েই। ‘অপরাজিত’ জিতুর ক্রেজ এই মুহূর্তে তুঙ্গে। সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’-তে যে চরিত্রটি সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন, সেটাই জিতু করছেন এখানে। আর এই বিষয়ে শুরুতেই যেটা পরিষ্কার করে দিয়েছেন তিনি, সেটা হলো, অমন একজন কিংবদন্তির সঙ্গে আমার তুলনা করবেন না প্লিজ। আমি পরিচালকের নির্দেশ মতো চরিত্রটির যা ব্যাখ্যা বা বিশ্লেষণ পাই, সেটাই পোর্ট্রে করেছি। যথার্থ। বিনয়ী এই তরুণ এভাবেই পর্দার বাইরেও বারবার মন জয় করে নিচ্ছেন দর্শকের।